কিরণ সেখ: আগামীকাল যৌথসভা ডেকেছে জাতীয়তাবাদী দল-বিএনপি। যৌথসভায় সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার সকাল ১১ টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হবে। চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
যৌথসভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে পুলিশের অভিযোগের প্রতিবাদে আগামী ১৬ মে ঘোষিত বিক্ষোভ সমাবেশ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি প্রসঙ্গে আলোচনা হতে পারে।