ডেস্ক রিপোর্ট: ইসরাইলের সঙ্গে বন্ধুত্বকে ‘রাজনৈতিক আত্মহত্যা’ বলে মন্তব্য করেছেন ঢাকায় ফিলিস্তিনি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইউসুফ এস রামাদান।
শনিবার বিকালে ফিলিস্তিনের ঐতিহাসিক ‘নাকবা’ দিবস উপলক্ষে দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ইউসুফ রামাদান বলেন, ‘বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি যদি ইসরাইলের কোনো রাজনৈতিক দল, ব্যক্তি কিংবা গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে, সেটা হবে তাদের রাজনৈতিক আত্মহত্যা।’
সম্প্রতি ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে ‘গোপন বৈঠক করে সরকার উৎখাতের ষড়যন্ত্রের’ অভিযোগ উঠে বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরীর বিরুদ্ধে।
তবে বিষয়টিকে ‘ফাঁদ’ আখ্যা দিয়ে আসলাম চৌধুরী বলেছেন, যাদের সঙ্গে তার গ্রুপ ছবি ও ডিনারের ছবি তুলে ছড়িয়ে দেয়া হয়েছে, তারা ইসরাইলি রাজনীতিক কিংবা মোসাদের সদস্য তিনি তা জানতেন না।
এ ঘটনা তোলপাড় সৃষ্টি হওয়ার পর ফিলিস্তিনি দূতাবাসে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দল হিসেবে বিএনপির সঙ্গে ইসরাইলের কোনো সংযোগ নেই। তারা সবসময় ফিলিস্তিনের জনগণের পাশে আছে।’
মোসাদের সঙ্গে বিএনপির কোনো বৈঠক হয়নি- মির্জা ফখরুলের এ বক্তব্যে ‘আশ্বস্ত’ হয়েছেন বলেও জানান চার্জ দ্য অ্যাফেয়ার্স ইউসুফ রামাদান।
সূত্র: যুগান্তর