আমির পারভেজ : বিশ্বের রোমান্টিক শহরের তালিকায় স্থান করে নিয়েছে কাশ্মির।
তাই বিশ্বের শীর্ষ ভ্রমণ বিষয়ক ম্যাগাজিন লোননি প্ল্যানেট বলছে, কাশ্মির বিশ্বের দ্বিতীয় রোমান্টিক শহর। সুইজারল্যান্ডের পরেই এর স্থান।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, কাশ্মিরে অস্থিরতা বিরাজ করলেও তা পর্যটকদের আসা বন্ধ করতে পারেনি। অস্থিরতা সত্ত্বেও প্রতিদিন সেখানে বিপুল সংখ্যক পর্যটক হাজির হয়ে থাকেন।
সূত্র: এনডিটিভি