কায়কোবাদ মিলন: মালয়েশিয়ার জর্জ টাউনে গত দোসরা মে এক বাংলাদেশিকে অপহরণের অভিযোগে ১৩মে স্থানীয় ম্যাজিষ্ট্রেট কোর্টে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযুক্তরা হল, বাসকারান (২০), রানকেশ (২১), আমির ফারহান (২২), শশী কুমার (২৩), মো: ফওজি (২৩) ও মো: ফাইজ (২৪)। জর্জ টাউন থেকে ওই বাংলাদেশি তরুণকে অপহরণের পর মুক্তিপণ দাবি করা হয়। অভিযুক্তদের কোন বক্তব্য এখনো নেয়া হয়নি।
অভিযোগ প্রমাণিত হলে তাদের মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদ- হতে পারে। অভিযোগে প্রকাশ, গ্রেফতারকৃতরা ১২ জনের গ্রুপের একটি অংশ। বাংলাদেশে বসবাসরত অপহৃতের ভাইয়ের কাছ থেকে মুক্তিপণ হিসেবে প্রায় ৩ লাখ টাকাও আদায় করা হয়।
বিচারক নিকোলাস ২৮ জুন বাদ বাকি নথি জমাদানের দিন ধার্য করেছেন। উল্লেখ্য ৩-৫ মে পর্যন্ত বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। বসতবাড়ির কাছের একটি ভবন থেকে ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। সূত্র: দ্য স্টার