আবু সাইদ: ব্রাজিলের প্রথম মহিলা প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে ক্ষমতা থেকে সরানোর পর সেখানে কার্যত শ্বেতাঙ্গ পুরুষদের শাসন জারি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নতুন প্রেসিডেন্ট মিশেল টেমের যে মন্ত্রিসভা গঠন করেছেন তাতে একজন নারীও নেই, শ্বেতাঙ্গ পুরুষরাই শুধু মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন।
অপসারিত প্রেসিডেন্ট দিলমা রৌসেফ এর তীব্র সমালোচনা করেছেন।
ব্রাজিলে ১৯৭৯ সালের পর এই প্রথম কোন মন্ত্রিসভায় একজনও নারী মন্ত্রী নেই। দিলমা রৌসেফ বলেছেন, এই মন্ত্রিসভা কোন ভাবেই দেশের প্রতিনিধিত্ব করে না। অথচ ব্রাজিল হচ্ছে বিশ্বের সবচেয়ে বৈচিত্রপূর্ণ জাতিগুলোর একটি।
দিলমা রৌসেফ যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন তাঁর ৩১ সদস্যের মন্ত্রিসভায় সাতজন নারী মন্ত্রী ছিলেন।
গত বৃহস্পতিবার সিনেটের এক ভোটে দিলমা রৌসেফ ক্ষমতাচ্যুত হন। তার বিরুদ্ধে বিশাল অংকের বাজেট ঘাটতি গোপন করার অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগে তাঁকে এখন বিচারের সম্মুখীন হতে হবে।
তবে নতুন সরকারের একজন মুখপাত্র দাবি করছেন, তারা মন্ত্রী নিয়োগের জন্য মহিলা খুঁজে পাননি। এছাড়া দ্রুত মন্ত্রিসভা গঠনের জন্য তাদের ওপর চাপ ছিল। সূত্র: বিবিসি