আল-আমীন আনাম: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ৩৫ বছর পূর্তি উপলক্ষে সাতদিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ।
কর্মসূচি অনুযায়ী, ১৬ মে সোমবার থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত আটটা পর্যন্ত শেখ হাসিনার গণতন্ত্রের জন্য সংগ্রাম ও ধরিত্রী সেরা তুমি গ্রন্থের সপ্তাহব্যাপী সংবাদচিত্র বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ৬নং গ্যালারীতে প্রদর্শন করা হবে।
১৬ মে সকাল ১০টায় শিল্পকলা একাডেমীর গ্যালারি মিলনায়তনে (৪র্থ তলা) সংবাদ চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনায় অংশ নেবেন এডভোকেট মাহবুবে আলম-এটর্নি জেনারেল বাংলাদেশ, অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক-উপাচার্য, ঢাকাবিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. হারুন-অর-রশিদ- উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়, ড. শামসুজ্জামান খাঁন-মহাপরিচালক, বাংলা একাডেমি, অধ্যাপক ড. কামরুল হাসান খাঁন-উপাচায, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. মিজানুর রহমান-উপাচার্য,জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সামীম মোহাম্মদ আফজাল-মহাপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, লিয়াকত আলী লাকী-মহাপরিচালক, শিল্পকলা একাডেমি, শফিকুর রহমান-সভাপতি, জাতীয় প্রেসক্লাব, মনজুরল আহসান বুলবুল-প্রধান সম্পাদক, একুশে টেলিভিশন,নঈম নিজাম-সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও পরিচালনা করবেন সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ।
২০মে শিল্পকলা একাডেমীতে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ৩৫ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।