আমির পারভেজ : অস্তিত্ব সংকটে পড়েছে বিশ্বের ক্ষুদ্রতম প্রজাতির শুশুক। মেক্সিকোতে বাস করা বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র শুশুকের প্রজাতি ‘ভাকুইটা মেরিনা’ নিঃশেষিত হতে চলেছে বলে সতর্ক করে দিয়েছে পরিবেশবিদরা।
দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে এই প্রজাতির মাত্র ৬০টি শুশুক বেঁচে আছে।
অবৈধভাবে ভাকুইটা মেরিনা শিকার ঠেকাতে গত বছরের এপ্রিল মাস থেকে ক্যালিফোর্নিয়া উপসাগরের উঁচু অঞ্চলে নৌ-টহল শুরু করা সত্ত্বেও ব্যাপকভাবে কমতে শুরু করেছে প্রজাতিটির সংখ্যা।
বিজ্ঞানীদের একটি দল জানিয়েছে, ২০১২ সালে ক্যালিফোর্নিয়া উপসাগরে ভাকুইটার সংখ্যা ছিল ২০০, যা ২০১৪ সালে এসে দাঁড়ায় মাত্র ১০০-তে।
এক বিবৃতিতে মেক্সিকোর পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে মেক্সিকো সরকার ও বিজ্ঞানীদের সংগঠন সিরভা’র চালানো এক যৌথ গবেষণায় দেখা গেছে, বর্তমানে ৬০টির মতো ভাকুইটা জীবিত আছে।
বন্যপ্রাণি বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ‘ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড’ জানিয়েছে, ভাকুইটা অস্তিত্ব সংকটের প্রান্তে দাঁড়িয়ে আছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত জালে ধরা পড়ে মারা গেছে ভাকুইটা প্রজাতির ২০ শতাংশ শুশুক।
উল্লেখ্য, শুশুক মূলত ডলফিনের একটি প্রজাতি। এরা স্তন্যপায়ী। প্রাণিজগতের কর্ডাটা পর্বের এই প্রাণিটির সবচেয়ে ক্ষুদ্র প্রজাতির নাম ‘ভাকুইটা মেরিনা’।
সূত্র : হিন্দুস্তান টাইমস।