মতিউর রহমান, সাভার : সাভারে একটি দুগ্ধ খামারের ভেতরের থাকার ঘরের একটি কক্ষে থেকে তিন কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
শনিবার সকালে সাভারের হেমায়েতপুর বাসষ্ট্যান্ডের পাশে প্রান্ত দুগ্ধ খামারের ভেতরে থাকার ঘরের একটি কক্ষ থেকে ওই তিন কিশোরের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা কিশোরেরা হলো- প্রান্ত দুগ্ধ খামারের কর্মচারী জিয়াউর রহমানের ছেলে নাছির (১৫) ও জীবন (১৬)। এবং তাদের ফুফাতো শাহাদাৎ (১৪)।
তাদের গ্রামের বাড়ি নীলফামারি জেলার কিশোরগঞ্জ থানা এলাকার মাগুরা উত্তর জুম্মাপাড়া গ্রামে।
এদের মধ্যে জীবন ও নাছির হেমায়েতপুর লালন টাওয়ারে একটি গ্যারেজে কাজ করতো। এবং শাহাদাৎ প্রান্ত দুগ্ধ খামারের মালিক শহিদুল ইসলামের মালিকানাধীন গুডনাইট চাইনিজ রেস্টুরেন্টে কাজ করে মামাতো ভাইদের সাথে প্রান্ত দুগ্ধ খামারের ভেতরে থাকতো।
নিহত নাছির ও জীবনের মা নাছিরন জানান, রাত ১১ টার দিকে তারা খাবার খেয়ে শুয়ে পড়ে। সকাল সাড়ে ৮ টার দিকে ডাকতে গেলে কোনা সাড়া শব্দ পাওয়া যায়নি। পরে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা খুলে তাদের মৃতদেহ বের করা হয়।
তাদের বাবা জিয়াউর রহমান জানান, রাতে চাইনিজ রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসে ভাগিনা শাহাদাৎ। তিন ভাই মিলে খাবার খেয়ে শুলে সকালে তাদেরকে মৃত অবস্থায় পাওয়া যায়।
সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেল শেখ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।