সুজন কৈরী : রাজধানীর তেজগাঁও, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ ৯ জনকে আটক করেছে র্যাব ও ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
র্যাব-২ এর এএসপি মো. শহিদুল ইসলাম জানান, গতকাল শনিবার বেলা সাড়ে ৩টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলের বিআরটিসি অফিসের সামনে থেকে মো. ইব্রাহিমকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিনসহ আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের চাহিদা মোতাবেক অস্ত্র বিক্রয় করে আসছে। চাহিদা মোতাবেক মোবাইলে ফোনের মাধ্যমে অস্ত্রে অর্ডার নেন এবং রাজধানীর বিভিন্ন স্থানে সাক্ষাতের মাধ্যমে অস্ত্র পৌঁছে দিয়ে থাকেন। তিনি আরও জানান, এর আগ পৌনে ১টার দিকে মোহাম্মদপুরের একতা হাউজিংয়ের কাউসার ডেইরী ফার্মের সামনে থেকে ফালু, মো. মোতালেব ও মো. মাসুদ নামের তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৭ কেজি ৬শ’ গ্রাম গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ১ হাজার ৯৪০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া শুক্রবার রাতে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে থেকে শ্রী অতীন্দ্র বিশ্বাস রানা, মো. ইমরান হোসেন ও মো. আকাশ আহমেদ নামের অপর তিন অস্ত্র ব্যবসায়ীকে একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলিসহ আটক করা হয়েছে।
এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি মাশরুকুর রহমান খালেদ জানান, শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর দনিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা হলেন রাকিব ও মো. নূরুজ্জামান। তারা চট্টগ্রামের কর্ণফুলি থেকে লবনের বস্তার মধ্যে করে ইয়াবাগুলো রাজধানীতে নিয়ে আসেন। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। এ ঘটনায় মামলা হয়েছে।