নুরুল আজিজ চৌধুরী, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় যৌতুকের টাকা না পেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীসহ অন্তত ১০ জনকে কামড়িয়ে আহত করছে রনি নামে এক ব্যক্তি। পরে এলাকার লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় ফতুল্লার সস্তাপুর গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে স্ত্রী মলি, জনি, উজ্জ্বল, হালিমকে হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। রনি ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার বাদশা মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে রনি সস্তাপুর গাবতলী এলাকার মৃত. আব্দুল হাইয়ের ছোট মেয়ে মলি আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর থেকে যৌতুকের জন্য মলিকে নানাভাবে নির্যাতন করেন। কয়েকদিন আগে ৫০ হাজার টাকা যৌতুকের জন্য মলিকে মারধর করে বাবার বাড়ি পাঠিয়ে দেয়।
এদিকে, বৃহস্পতিবার রাত একটার দিকে রনি হঠাৎ শ্বশুর বাড়ি এসে হাজির হয়। এ সময় স্ত্রী মলিকে ডেকে যৌতুকের টাকা চায়। মলি টাকা দিতে অস্বীকৃতি জানালে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে তাকে মারধর করে। এ সময় মলির বড় ভাই জনি এগিয়ে আসলে তাকেও বাঁশের ফালি দিয়ে পিটিয়ে ও কামড়িয়ে আহত করে। পরে স্ত্রীর চাচা হালিম, চাচাতো ভাই উজ্জল ছুটে আসলে তাদেরও কামড়িয়ে আহত করে। তখন তাদের উদ্ধার করতে গেলে এলাকার আরও কয়েক জনকে কামড়ায় রনি। পরে খবর পেয়ে পুলিশ রনিকে আটক করে।
রনিকে আটকের সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) কামাল উদ্দিন জানান, ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।