সিলেটের সকাল : নগরীর বালুচরে প্রকাশ্যে ইন্টানেট ভিত্তিক জুয়া খেলার অপরাধে ২০ জুয়াড়ীকে গ্রেফতার করেছে শাহপরান থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বালুচর নয়াবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, হাফিজুর রহমান (১৯), সাইদুল ইসলাম (১৮), ছুন্নন আহমদ (১৮), রাশেদ আহমদ (২৮), জহির আহমদ (৪০), বদরুল ইসলাম (১৮), রেজওয়ান আহমদ (১৮), সাইদুল ইসলাম সবুজ (২৪), সাইফ মঞ্জুর (১৯), মোঃ কয়েছ আহমদ (১৯), হুসনেআরা বেগম (৪০), মোঃ আরব আলী (৩০), মোঃ জাকির হোসেন (৪০), মোঃ লুৎফুর রহমান (৩০), মোঃ নুরুজ্জামান রাসেল (৩০), মোঃ ইন্দ্রিস আলী (৩২), আলমগীর হোসেন (৩৫), শুকুর আহমদ (২৫), কয়ছর আহমদ (৩০) ও সিদ্দিক আলী (২৭)। গ্রেফতারকৃতদের সকলের বাডী নগরীর উত্তর বালুচরে।
স্থানীয় সূত্রে জানা, বালুচর নয়াবাজার এলাকায় ডিজিটাল জুয়া খেলাকে (ভারতীয় তীর খেলা) কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগকর্মী সবুজ, রশীদসহ তিন জন আহত হন। সংঘর্ষের খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশ বালুচর নয়াবাজার এলাকায় অভিযান চালায়। এসময় ২০ জনকে গ্রেফতার করে।
এ ব্যাপারে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সী জানান, নগরীর বালুচর এলাকায় প্রায় দুই মাস ধরে ইন্টারনেটে মোবাইলের মাধ্যমে মিকি নামে পরিচিত এক ধরনের জুয়া খেলা চলে আসছিল। প্রকাশ্যে এ জুয়া খেলায় এতে এলাকার মানুষ অতিষ্ট হয়ে উঠে। বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে এ ধরনের ২০ জুয়াড়ীকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।