সুজন কৈরী : রাজধানীর মোহাম্মদপুর থেকে বিপুল পরিমাণ মাদক ও তা বিক্রির টাকাসহ এক দম্পতিসহ ৫মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শুক্রবার দুপুরের দিকে মোহাম্মদপুরের তাজমহল রোডের ২৫/২৪ নম্বর বাড়ির দ্বিতীয় তলা থেকে তাদের আটক করে র্যাব-২ এর একটি দল। আটক পাঁচজন হলেন নাছরিন আক্তার (৩৫), মো. ইলিয়াছ ওরফে হান্নান (৩৫), মো. আবুল খায়ের ওরফে নিশাদ (২০), হৃদয় মিয়া ওরফে অন্তর (২০) ও মো. ফরহাদ আহমেদ (১৮)।
র্যাব-২ এর মো. শাহাব উদ্দিন জানান, আটক ৫ জনের কাছ থেকে ৩১ কেজি গাঁজা ও তা বিক্রির ২ লাখ ১২ হাজার ১২০ টাকা ও পাঁচটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে নাছরিন ও ইলিয়াছ দম্পতি। তারা দীর্ঘদিন ধরে তারা রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।