সিলেটের সকাল : নগরীর বালুচরে প্রকাশ্যে ইন্টানেট ভিত্তিক জুয়া খেলার অপরাধে গ্রেফতার হওয়া মহিলাসহ ২০ জুয়াড়ীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। শুক্রবার তাদেরকে জেলে প্রেরণ করা হয়। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে বালুচর নয়াবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
জেলে প্রেরণকৃতরা হচ্ছে, হাফিজুর রহমান (১৯), সাইদুল ইসলাম (১৮), ছুন্নন আহমদ (১৮), রাশেদ আহমদ (২৮), জহির আহমদ (৪০), বদরুল ইসলাম (১৮), রেজওয়ান আহমদ (১৮), সাইদুল ইসলাম সবুজ (২৪), সাইফ মঞ্জুর (১৯), মোঃ কয়েছ আহমদ (১৯), হুসনেআরা বেগম (৪০), মোঃ আরব আলী (৩০), মোঃ জাকির হোসেন (৪০), মোঃ লুৎফুর রহমান (৩০), মোঃ নুরুজ্জামান রাসেল (৩০), মোঃ ইন্দ্রিস আলী (৩২), আলমগীর হোসেন (৩৫), শুকুর আহমদ (২৫), কয়ছর আহমদ (৩০) ও সিদ্দিক আলী (২৭)। তাদের সকলের বাডী নগরীর উত্তর বালুচরে।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সী জানান, নগরীর বালুচর এলাকায় প্রায় দুই মাস ধরে ইন্টারনেটে মোবাইলের মাধ্যমে মিকি নামে পরিচিত এক ধরনের জুয়া খেলা চলে আসছিল। প্রকাশ্যে এ জুয়া খেলায় এতে এলাকার মানুষ অতিষ্ট হয়ে উঠে। গত বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে এ ধরনের ২০ জুয়াড়ীকে গ্রেফতার করা হয়।
শাহপরান থানার ডিউটি অফিসার এসআই মোঃ মানিক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহপরান থানার সেকেন্ড অফিসার এসআই আমিনুল ইসলাম বাদি হয়ে জুয়া আইনে একটি মামলা দায়ের করেন। যার নং ১০ (১২.৫.১৬)। গতকাল শুক্রবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।