রিমন মাহফুজ , কান ( ফ্রান্স) থেকে : অস্কার বিজয়ী অভিনেত্রী জুলিয়া রবার্টস প্রতিবাদ স্বরূপ কান উৎসবে খালি পায়ে লাল গালিচায় হেঁটে এই প্রতিবাদ জানালেন।
কান উৎসবের গতবার পায়ে হিল জুতা পরে আসেননি বলেই দুই নারীকে লাল গালিচা থেকে ফিরিয়ে দিয়েছিলেন উৎসবের দুই নিরাপত্তাকর্মী।
সেই ঘটনয় এবার ভিন্নধর্মী প্রতিবাদ জানালেন তিনি।
.বৃহস্পতিবার (১২ মে) ‘প্রিটি ওম্যান’ জুলিয়া রবার্টস জোডি ফস্টার পরিচালিত তারকাবহুল মানি মনস্টার ছবির উদ্বোধনী প্রদর্শনীতে ঘটিয়েছেন এই অভিনব প্রতিবাদ। এ সময় জুলিয়া রবার্টসের পাশে ছিলেন হলিউড তারকা জর্জ ক্লুনি ও তাঁর স্ত্রী আইনজীবী আমাল আলামুদ্দিন। তারাও ব্যাপারটি বুঝতে পারেননি। ৪৮ বছর বয়সী এই তারকা যে হিল পড়েননি তা কেউ বুঝতে পারেননি। গলায় হিরার হার আর কালো গাউন পরে যখন হাঁটা শুরু হলো ব্যাপারটি বোঝা গেল তখনই। গাউন তুলে হাঁটা শুরুর পরই বোঝা গেল তিনি হিল পরেননি। স্রেফ খালি পায়ে লাল গালিচার ওপর দিয়ে হেঁটে গেছেন এই অভিনেত্রী।
জুতা ছাড়া লালগালিচায় জুলিয়া পা মাড়ানোর ফলে এর জৌলুস বেড়েছে বৈ কমেনি। ফরাসি একটি ম্যাগাজিন তার ভূয়সী প্রশংসা করে লিখেছে, ‘দৃঢ় নারীবাদের প্রকৃত উদাহরণ এটি।’ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারেও তাকে প্রশংসার বন্যায় ভাসিয়েছেন ভক্তরা।
তাই বলা যায় উৎসবে দ্বিতীয় দিনের সন্ধ্যার সব আলো চুরি করে নিয়েছেন জুলিয়া! আরমানির ডিজাইন করা কালো গাউনে দারুণ লেগেছে ৪৮ বছর বয়সী এই অভিনেত্রীকে। তার গলায় ছিল পান্না দিয়ে বানানো হার।
এবারই প্রথম নয়, ১৯৯৯ সালে ‘নটিং হিল’ ছবির প্রিমিয়ারে অংশ নিতে এসে লোমশ বগল দেখিয়ে আলোচিত হন জুলিয়া। তার এই কর্মকা-কে অনেকে নারীবাদের জয়গান হিসেবে দেখেছেন।