রিমন মাহফুজ , কান ( ফ্রান্স) থেকে : এবারের কান চলচ্চিত্র উৎসবে বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের জাপানি মুভি ‘দ্য লস্ট টোম্ব’ জায়গা করে নিয়েছে। সেই সূত্রে কান উৎসবের রেড কার্পেটে তাকে দেখা গেছে একেবারেই অন্য ভূমিকায়।
গতকাল (বুধবার) কান ফিল্ম ফেস্টিভ্যালে গর্জাস হোবেইকা গাউন পরে সবার চোখ ধাঁধিয়ে দিয়েছেন এই নায়িকা।অভিনয়ে দেখা না গেলেও যে কোনোভাবেই আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। কখনো শোনা যায় চুপিসারে বিয়ে করেছেন, কখনো শোনা যায় হলিউড তারকা অ্যান্টনিও ব্র্যান্ডারেসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন।
অন্যদিকে মল্লিকা সেরওয়াত ছাড়াও কান চলচ্চিত্র উৎসবের প্রথম দিনে স্বপ্নের লাল গালিচায় হেঁটেছেন হলিউড সুন্দরী ইভা লঙ্গরিয়া, আনা কেন্ড্রিক, কারস্টেন ডান্সট, জুলিয়ান মোর, কারস্টেন স্টেয়াওয়ার্ট, জেসিকা চেস্টেনসহ আরো অনেকে। উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় বিখ্যাত মার্কিন পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা উডি অ্যালেনের সিনেমা ‘ক্যাফে সোসাইটি’র ওয়ার্ল্ড প্রিমিয়ারের মাধ্যমে। সিনেমাটি প্রদর্শনীর পর কয়েক মিনিট কানে আগত দর্শকেরা দাঁড়িয়ে সম্মান জানান উডিকে!