রিমন মাহফুজ , কান ( ফ্রান্স) থেকে : কান উৎসবের প্রদান আর্কশন রেড কার্পেটে হাটা। ঐশ্বরিয়া রাই বচ্চন কান চলচ্চিত্র উৎসবে এবারও যাচ্ছেন। একটি প্রসাধনী প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসেবে সেখানে হাজির হবেন তিনি। সাবেক এই বিশ্বসুন্দরী লালগালিচায় হাঁটবেন ১৩ ও ১৪ মে।
কান চলচ্চিত্র উৎসবে মানুষের আগ্রহ শুধু সিনেমাতেই থাকে না। লালগালিচায় তারকাদের পোশাকেও আগ্রহীদের চোখ আটকে যায়। বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন প্রতিবছরই আকর্ষণীয় বেশভূষায় হাজির হন সেখানে।
ঐশ্বরিয়া আসন্ন ছবি ‘সবরজিত’-এর প্রচার নিয়ে খুব ব্যস্ত থাকার কথা জানিয়েছেন। কানের লালগালিচায় হাঁটার আগমুহূর্তে কোনো পোশাক নির্বাচিত করবেন এ্টা এখন দেখার বিষয়।
কেউ কেউ ভাবছেন, হয়তো পোশাকের প্রতি সবার আকর্ষণ আরও বাড়ানোর জন্যই এই নায়িকা ইচ্ছা করে বিষয়টি গোপন রাখছেন।