অরিজিৎ দাস চৌধুরি, কলকাতা থেকে : শুক্রবার সুপ্রিমকোর্ট রাহুল গান্ধী এবং অরবিন্দ কেজরিওয়ালের আবেদন খারিজ করে বলেছে, ভারতীয় আইনের ৪৯৯ এবং ৫০০ নম্বর ধারা সাংবিধানিক। কোর্টের এই ঘোষণার পর স্পষ্ট হয়ে গেল, এই নেতাদের উপর চলতে থাকা নিম্ন আদালতের সব মামলাই চলবে। একটিও বন্ধ হবে না।
এদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সবকটারই এবার শুনানি হবে। এই ধারা সরিয়ে নেবার পর অনেক নেতার বিরুদ্ধে বিভিন্ন আদালতে হয়ে থাকা অপরাধিক অবমাননার মামলা বন্ধ করে দিয়েছিল সুপ্রিমকোর্ট। আজকের শুনানির পর আবার নতুন করে সে সমস্ত মামলাগুলোর শুনানি শুরু হবে।
কিছু অফসিয়্যাল কাজের জন্য ওই মামলাগুলোতে এখনও ৮ সপ্তাহ শুনানি বন্ধ থাকবে।