সজল সরকার : ভারতের তথা বিশ্বের নামকরা নদী গঙ্গা এখন দূষণে বিষাক্ত হয়ে পড়েছে। হিমালয়ের চূড়া থেকে সৃষ্টি হয়ে গঙ্গা নদী ভারত ও বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ভারতীয়দের কাছে এ পবিত্র নদী ‘গঙ্গা মাতা’ নামে পরিচিত কিন্তু ধীরে ধীরে দূষণের শিকার হয়ে গঙ্গা মাতা মৃত্যুর পথযাত্রী হিসাবে দাঁড়িয়েছে।
গঙ্গা উপকুলে প্রায় সাড়ে ৪০ কোটি লোকের বাস। জনগোষ্ঠীর ব্যবহৃত ময়লা এবং কলকারখানার বর্জ্য প্রতিনিয়ত নদীকে আস্তে আস্তে বিষাক্ত করে তুলছে। অর্থনৈতিক উন্নতির জন্য দ্রুত যেভাবে শিল্প কলকারখানা তৈরি হচ্ছে তার প্রায় সব বর্জ্যই পড়ছে গঙ্গার পানিতে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২ বছর আগে বলেছিলেন গঙ্গাকে পরিস্কার নদী হিসাবে আবারও রূপ দেবেন, কিন্তু এখনও তা সম্ভব হয়নি।
হিমালয় পর্বতের বরফ গলে যে পানি প্রবাহের সৃষ্টি তা-ই গঙ্গা নদীর ¯্রােতধারা। বরফ গলা পানি হওয়ার কারণে অনেক পরিস্কার ও স্বচ্ছ পানি হিসাবে গঙ্গা নদীর পানি পবিত্র বলে ভারতীয়রা মনে করে। গঙ্গার পবিত্র পানিতে গোসল করলে মনে পাপও দূর হয় বলে ভারতীয়দের বিশ্বাস। মূলত গঙ্গা নদীর তীরবর্তী বসতির জন্যই ভারতীয় সভ্যতা গড়ে উঠেছে বলে অনেকেই বিশ্বাস করেন। কিন্তু সেই গঙ্গা মাতা এখন দূষণের শিকারে ক্লান্ত।
ভারত সরকার ও বেসরকারি বিভিন্ন সংস্থা গঙ্গা নদীকে বাঁচাতে অনেক পরিকল্পনা নিয়েছে এবং কার্যক্রমও পরিচালনা হচ্ছে তবে সবচেয়ে বড় এ নদী যেভাবে প্রতিটা জায়গায় দূষণের শিকার হচ্ছে তাতে শুদ্ধি অভিযান কতটা সম্ভব হবে তা-ই দেখার বিষয়।
সূত্র : বিবিসি