কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার মনোহরগঞ্জে জাহাঙ্গীর আলম (৩২) নামে যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণ বাতাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জাহাঙ্গীর ওই গ্রামের আহসান উল্লাহর ছেলে ও সরেশপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি।
এ ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, ঠিকাদার হিসেবে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম কিছুদিন আগে এলাকায় একটি রাস্তা নির্মাণ করেন। এ নিয়ে এলাকার কয়েকজনের তার বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে স্থানীয় কয়েকজন তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে বিকালে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র ভট্ট ঘটনার সত্যতা নিশ্চিত করেন।