আ. আজিজ, পাইকগাছা (খুলনা) : পাইকগাছায় সালমা বেগম নামে এক গৃহবধূ জমজ (কনজয়েন্ট টু-ইন) শিশুর জন্ম দিয়েছেন।
শুক্রবার বিকাল ৩টা ৪০ মিনিটে পৌর সদরের সরলস্থ শাপলা ক্লিনিকে জমজ শিশু দু’টির জন্ম হয়। তবে জন্মের আড়াই ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় শিশু দু’টির মৃত্যু হয় বলে ক্লিনিক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
জানা গেছে, উপজেলার বান্দিকাটি গ্রামের রাশেদ জোয়াদ্দারের সন্তান সম্ভাবনা স্ত্রী সালমা বেগমকে (২২) শুক্রবার দুপুর ১টার দিকে পৌর সদরের সরলস্থ শাপলা ক্লিনিকে ভর্তি করা হলে ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক ডা. বিপিন বিহারী সরকারের অপারেশনে (সিজারিয়ান) গৃহবধুর গর্ভে জমজ (কনজয়েন্ট টু-ইন) দুইটি ছেলে শিশু জন্ম হয়।
ক্লিনিকের পরিচালক ডা. তাপস কুমার মিস্ত্রী জানান – জানান শিশু দু’টির গলার নিচ থেকে নাভির উপর পর্যন্ত সম্পূর্ণ বুক জোড়া লাগানো ছিল। তবে দুটি মাথা, ৪টি হাত ও ৪টি পা পৃথক ছিল।