সালমা পারভীন : বদলে যাচ্ছে পরীক্ষার ফল নেয়ার চিরচেনা দৃশ্য। এখন দেখা যায় না স্কুলের বারান্দায় ফলাফল প্রত্যাশীদের ভীড়।
রেজাল্ট বোর্ডে নিজের রোলটা খুঁজে নিতে, বন্ধুদের সাথে প্রতিযোগিতায়ও নামতে হয় না শিক্ষার্থীদের। প্রযুক্তির কল্যাণে পাল্টে গেছে সব। এখন খুব সহজেই মোবাইলে কিংবা ইন্টারনেটের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে পরীক্ষার ফল।
বিশেষজ্ঞদের মতে, বিষয়টি প্রযুক্তির বিবর্তন হলেও হারিয়েছে অপেক্ষার আনন্দ। চোখে-মুখে উৎকন্ঠার ছাপ নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। এরপর কাঙ্খিত ফল, বাঁধভাঙ্গা উল্লাস। এখন এই চিত্রের দেখা মেলে খুব কম শিক্ষাপ্রতিষ্ঠানেই।
শিক্ষার্থীরা বলছেন, একটা সময় ছিলো যখন পরীক্ষার ফল পেতে দল বেঁধে স্কুল আঙ্গিনায় অপেক্ষার করতো সবাই। কিন্তু প্রযুক্তির কল্যাণে হারিয়ে গেছে সেই দৃশ্য। কারণ, মোবাইল ফোনে এসএমএস কিংবা ইন্টারনেটের মাধ্যমে পরীক্ষার ফল মিলছে ঘরে বসেই।
শিক্ষকরা বলছেন, দৈনন্দিন জীবনে প্রযুক্তি অনেক কিছু সহজ করে দিলেও, হারিয়েছে অপেক্ষার আনন্দ। তথ্য প্রযুক্তির প্রভাবে এই পরিবর্তন স্বাভাবিক। তবে, শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু মৌলিক বৈশিষ্ট্যও ছাত্রছাত্রীদের জীবনে ছন্দ ফুটিয়ে তোলে বৈকি।
তারা আরও বলেন, দেশ এগিয়ে নিতে প্রযুক্তির উৎকর্ষতার বিকল্প নেই। তবে তা ব্যবহার ও প্রয়োগে পর্যবেক্ষণের পরামর্শ বিশ্লেষকদের।
চ্যানেল২৪ থেকে নেয়া