রফিক আহমেদ : সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পাটির অষ্টম কাউন্সিল শনিবার।
১৯৮৬ সালের ১ জানুয়ারি জাতীয় পার্টি প্রতিষ্ঠিত হয়। ইতোমধ্যে দলটি ৩০ বছর পার করেছে। জাতীয় পার্টির এ কাউন্সিলে সারাদেশ থেকে প্রায় পঞ্চাশ হাজার কাউন্সিলর, ডেলিগেট ও প্রতিনিধি যোগদান করবেন। শুক্রবার জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি’র সঙ্গে যোগাযোগ করলে তিনি এ কথা বলেন।
জানা গেছে, রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তন ও পার্শ্ববর্তী সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে জাতীয় সংসদে প্রধান বিরোধী দলের এই কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিল সফল করতে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ ও কো-চেয়ারম্যান জিএম কাদেরসহ কেন্দ্রীয় নেতারা ও তৃণমূলের সব নেতা-কর্মী রাত-দিন পুরোদমে কাজ করছেন।
সূত্রমতে, ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন ও পার্শ্ববর্তী সোহরাওয়ার্দী উদ্যানে এই কাউন্সিলের সকাল ১০টা থেকে দুপুর দুটো পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠান ও সাধারণ কাউন্সিল এবং দুপুর দুটো থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিলরদের নিয়ে মূল কাউন্সিল অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ১৬ এপ্রিল জাতীয় পাটির কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার পূর্বনির্ধারিত তারিখ ছিল। তবে এ ওই তারিখের মধ্যে জেলা কাউন্সিল সমাপ্ত করা যায়নি বলে তারিখ পেছানো হয়েছে।
জাতীয় পার্টির কাউন্সিলের ব্যাপারে দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি’র কাছে জানতে চাইলে তিনি বলেন, দলের পক্ষ থেকে জাতীয় পার্টির এ কাউন্সিলে আওয়ামী লীগ সভাপতি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ মহাজোটে সরকারের সকল শরীকদলকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি বিএনপি’র চেয়ারপাসন বেগম খালেদা জিয়া এবং জামায়াতে ইসলামী ছাড়া দেশের অন্যান্য সব রাজনৈতিক দলের শীর্ষ নেতা, দেশের বরেণ্য ব্যক্তি ও ঢকায় অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে।