কিরণ সেখ: তুরুষ্কের রাষ্ট্রদূত প্রত্যাহার করার ঘটনা বাংলাদেশের জন্য চরম অবমানকর বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সংগঠনের সভাপতি রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এ আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
গুম, খুন, অপহরণ ও নিরাপত্তা ঝুঁকিতে বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভায় মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, পাকিস্তান আমাদের বিরুদ্ধে কি করলো সেটা দেখার বিষয় নয়। কারণ পাকিস্তান আমাদের দেশে গণহত্যা ও ধর্ষন চালিয়ে ছিল। তাই তাদেরকে ‘পাকিস্তান’ আমরা সারা জীবন ঘৃনা করবো।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করার জন্য নয় দেশকে বাঁচাতে হলে আমাদেরকে আজকে মাথা উচু করে বাকশালি সরকারের বিরুদ্ধে কথা বলতে হবে। কারণ দেশের সার্বভৌমত্ব আজ চরম হুমকির মুখে।