ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জের ওয়েজখালী এলাকায় তিন দিনপূর্বে নিখোঁজ পল্লী চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ২টায় সুরমা নদী থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, গত শনিবার দুপুরে শহরের ওয়েজখালী এলাকায় সুরমা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় এক পল্লী চিকিৎসক। নিখোঁজের পর ফায়ার সার্ভিসের ডুবরী দল অনেক চেষ্টা করেও লাশের কোন হদিস পায়নি।
আজ দুপুরে জগাইর গাও এলাকায় নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে এবং ময়না তদন্ত শেষে নিহতের আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করে। নিহত ব্যক্তি শহরের বড়পাড়া এলাকার কাচু আচার্য্যের ছেলে পাভেল আচার্য্য (২৫)।
এ ব্যাপারে সদর থানার এসআই লুৎফুর রহমান বলেন, নিখোঁজ হওয়ার ৩দিন পর তার লাশ নদীর পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দিলে আমরা এসে উদ্ধার করে ময়না তদন্ত সম্পন্ন করি।