সীমান্ত আরিফ: ইতিহাস বিকৃতির ষড়যন্ত্র বন্ধ করতে আহ্বান জানিয়েছেন সাবেক কূটনীতিক ড. ওয়ালিউর রহমান। শুক্রবার রাতে সময় টিভিতে মুজতবা দানিশের উপস্থাপনায় ‘সময় সংলাপ’ অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।
ওয়ালিউর রহমান বলেন, জামাতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, এ ব্যাপারে কোন বিতর্ক নেই। আমরা জানি মুক্তিযুদ্ধের পুরোটা সময় জামাত পাকিস্তানকে রক্ষা করার জন্যে কাজ করেছে। মজার ব্যাপার হলো, পাকিস্তান আমলেও জামাতকে পাকিস্তানবিরোধী বলে অভিযুক্ত করা হয়েছে। কারণ জামাত সাংগঠনিকভাবে পাকিস্তান আন্দোলনের সাথে জড়িত ছিল না।
শুধু তাই নয়, জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী তাঁর বিভিন্ন লেখায় পাকিস্তান আন্দোলনের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, সেকুলার মুসলমানদের দ্বারা ইসলামের নামে কোন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সে রাষ্ট্রে ইসলাম বা ইসলামী আন্দোলনের নিরাপত্তা নিশ্চিত থাকবে না।
সাবেক এই কূটনীতিক বলেন, বর্তমানে জামাতের অনেক নেতা-কর্মী দেশ-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। জনসংযোগের কাজে তারা অত্যন্ত তৎপর। তাদের কারো কাছ থেকে পরোক্ষ বা প্রত্যক্ষ ইঙ্গিত কেউ পেয়েছেন বলে আমরা জানি না যাতে মনে হতে পারে, তারা পাকিস্তানের সাথে এক হতে চান।
বাংলাদেশের সাথে পাকিস্তানের যোগসূত্র বা কূটনৈতিক সম্পর্ক রয়েছে। ’৭১ সালে বাংলাদেশে পরিচালিত হত্যাযজ্ঞের জন্য বেসামরিক ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি দায়ী ছিলেন জুলফিকার আলী ভুট্টো। তাঁর কারণেই যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ১৯৫ জন সামরিক অফিসারকে বিচারের সম্মুখীন করা যায়নি।
মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যার কথা তুলে ধরে তিনি বলেন,
জামাত পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চক্রান্তে লিপ্ত হয়েছে।’ পাকিস্তানের জামাত বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়।