ডেস্ক রিপোর্ট : তিন বছরের জন্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট কমিটিতে যুক্ত হচ্ছেন ভারত ও শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড় ও মাহেলা জয়াবর্ধনে। ভিভিএস লক্ষণ ও কুমার সাঙ্গাকারার পরিবর্তে তাদের নিয়োগ দিয়েছে আইসিসি।
শুক্রবার আইসিসি এক ই-মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়াও ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে আর কোনো পরিবর্তন আসছে না। তিন বছর সফলভাবে দায়িত্ব পালন করা অনিল কুম্বলের মেয়াদ আরো তিন বছর বাড়ানো হয়েছে।
রাহুল দ্রাবিড় ও মাহেলা জয়াবর্ধনে ১৯৯৬ থেকে ২০১৫ পর্যন্ত ১ হাজার ১৬১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্যে আইসিসি তাদের ক্রিকেট কমিটিতে নিয়োগ দিয়েছে। আগামী ৩১ মে থেকে ১ জুন পর্যন্ত লর্ডসে ক্রিকেট কমিটির মিটিং হবে। সেখানে তারা উপস্থিত থাকবেন।
সফলতার সঙ্গে ক্রিকেট কমিটিতে দায়িত্ব পালন করেছেন ভিভিএস লক্ষণ ও কুমার সাঙ্গাকারা। তাদের ধন্যবাদ জানিয়ে আইসিসির মহাব্যবস্থাপক বলেছেন, ‘কমিটিতে তাদের উল্লেখযোগ্য অবদানের জন্যে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একইসঙ্গে রাহুল দ্রাবিড় ও মাহেলা জয়াবর্ধনকে স্বাগতম।’
এদিকে কমিটিতে আম্পায়ারদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনবারের বর্ষসেরা আম্পায়ার রিচার্ড কেটেলবারো। এর আগে এ পদে থাকা তারই স্বদেশী ইংল্যান্ডের স্টিভ ডেভিস গত বছর অবসরে যান। প্রিয়