সিলেটের সকাল : দুর্বৃত্তরদের হামলায় নিহত ব্যাংকার ও ব্লগার অনন্ত বিজয় দাশের নামে স্মৃতিস্তম্ভের উন্মোচন করেছেন তার বন্ধু, সতীর্থরা। ‘জ্ঞানের জ্যোতি ছড়াবে অনন্ত, অনন্তকাল’।
বৃহস্পতিবার (১২ মে) দুপুর ১২টায় ‘অনন্ত বিজয় দাশ স্মৃতি রক্ষা পরিষদ’ এর উদ্যোগে সিলেট নগরীর সুবিদবাজারের নূরানি আবাসিক এলাকার দস্তিদার দিঘির পাড়ে নির্মিত স্মৃতিস্তম্ভের উন্মোচন করা হয়।
স্মৃতিস্তম্ভ উন্মোচনের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “এই হত্যার বিচারে সরকারের কোন আন্তরিকতা নেই এই কারণে খুনিরা একের পর এক খুন করার উৎসাহ পাচ্ছে” । অনন্তের জন্য নির্মিত স্মৃতিস্তম্ভটি ভবিষ্যতে আরও বড় আকারে তৈরি করার দাবিও জানান বক্তারা। অনন্তকে স্মরণ করার মধ্যে দিয়ে মৌলবাদকে প্রতিহত করার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।
আইনজীবী মঈনুদ্দিন জালালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমদ, জেলা কমিউনিস্ট পার্টির নেতা আনোয়ার হোসেন সুমন, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা নাজিয়া চৌধুরী, গণজাগরণ মঞ্চ সিলেটের সংগঠক রাজীব রাসেল, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সপ্তর্ষি দাশ।
সমাবেশ শেষে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশের প্রতি শ্রদ্ধা জানায় ‘অনন্ত বিজয় দাশ স্মৃতি রক্ষা পরিষদ’ , গণজাগরণ মঞ্চ, সিলেট, নগরনাট সিলেট ও সিলেট জেলা ছাত্র ইউনিয়ন।