CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 75
সিলেটের সকাল : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চাকপাড়া বৌদ্ধ মন্দিরে ভিক্ষু মং শৈ উ’কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার বাইশারি এলাকার বৌদ্ধ মন্দিরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চাকপাড়া কেয়াং এর মন্দিরে রাতে ঘুমাতে এসেছিলেন ভিক্ষু মং শৈ। তিনি অন্য একটি মন্দিরের ভিক্ষু ছিলেন। পরে মধ্যরাতে কে বা কারা তাকে গলাকেটে হত্যা করে। তার শরীরে বেশকয়েকটি দায়ের কোপের চিহ্ন দেখা গেছে।
নাইক্ষ্যংছড়ির ওসি আবুল খায়ের ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাফায়েত মো. শাহেদুল ইসলাম ঘটনাস্থলে গেছেন।