রংপুর প্রতিনিধি : রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়েছে পুলিশ। বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত এক জামায়াতকর্মীসহ ৮৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অপরদিকে, মিঠাপুকুর উপজেলার খোর্দ্দশান্তিপুর গ্রামের হাজি মো. রোস্তম আলীর ছেলে জামায়াতকর্মী মো. জামিল মিয়া (৪৫) সন্তোষপুর গ্রামের মৃত আবদুল মান্নাননের ছেলে শিবির নেতা মো. বিপ্লব মিয়া (৩৮)।
মিঠাপুকুর থানার ওসি মো. মহিদুল ইসলাম জানান, নাশকতার ও হামলার অভিযোগে বিভিন্ন মামলা থাকায় জামায়াতের ২ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, আদালতে ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন মামলায় তাদের নামে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়েছে। কিন্তু এসব আসামি দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।