আমিন ইকবাল : কেউ একজন স্বপ্নে দেখলÑ সে মারা যাচ্ছে। এ সময় সে বলছেÑ ‘হে আল্লাহ, আমাকে এত তাড়াতাড়ি মৃত্যু দিয়ো না। আমাকে দুনিয়াতে আমল করার সুযোগ দাও।’ তারপর ঘুম ভেঙ্গে যায়। এই স্বপ্নের ব্যাখ্যা কী?
ব্যাখ্যা : বিশিষ্ট স্বপ্নব্যাখ্যাবীদ ইবনে সিরীন রহ. বলেনÑ যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে, সে কোনো রোগ-ব্যাধি অথবা মৃত্যুর কোনো আলামত ছাড়াই মারা গেছে, তবে সে দীর্ঘ হায়াত লাভ করবে। আর যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে, সে মারা গেছে, আর এ কারণে কান্নাকাটি ও দাফন-কাফনে লোকজন জড়ো হয়েছে, তবে তার দুনিয়া নিরাপদ থাকবে। কিন্তু তার আখিরাত অত্যন্ত সঙ্কটাপন্ন অবস্থায় আছে। কিন্তু যদি দেখে যে, সে মারা গেছে, তবে মৃত্যুর কোনো পরিবেশ সেখানে নেই। তবে বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা আছে।
সূত্র : আর-রুইয়াতু ওয়াত-তাবির, ইবনে সিরীন রহ.