ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা : ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক মাদক ব্যবসায়ী জসিম মিয়াকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে তাকে আটক করে, শনিবার (১৪ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ সিলেটটুডে টুয়েন্টিফোরকে ডটকমকে জানায়, শুক্রবার দিবাগত রাতে উপজেলার মাইজগাও এলাকা থেকে সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ি জসিম মিয়াকে আটক করা হয়। মামলার বিচারাধীন থাকা অবস্তায় সে পলাতক হয় মামলায় অপরাধ প্রমানিত হওয়ায় আদালত তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় তার উপর গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়।
উল্লেখ্য,তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে ২০১৪ সালের মামলা ছিল।