কিরণ সেখ: বিদেশী বন্ধুদের বাদ দিয়ে নিজেদের নিয়ে ব্যস্ত থাকার জন্য বিএনপিকে পরামর্শ দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টন ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির এক যৌথসভায় তিনি এ পরামর্শ দেন।
তিনি বলেন, বিএনপির নেতারা বেশী ব্যস্ত থাকেন বিদেশী বন্ধুদের নিয়ে। এই বিষয়টি বিএনপির জাতীয় কাউন্সিলেও আমি লক্ষ্য করেছি। দেখে মনে বিদেশীরা তাদেরকে ‘বিএনপি’ ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবেন।
আমি বিএনপির নেতাদের বলতে চাই, বিদেশী বন্ধু নয়, নিজেদের নিয়ে ব্যস্ত থাকুন। আমাদের দেশে কি হবে আর না হবে সেটা আমরা ঠিক করবো। এই বিষয় নিয়ে বিদেশীরা নাক গলানোর কে?
বিএনপি আওয়ামী লীগের মত রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না মন্তব্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গোপন ‘বৈঠক’ কিছু হতেই পারে। এট অন্যায় নয়। কারন এটা সত্যের একটি অংশ।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আন্দোলন করার আগেই যদি লাভ- ক্ষতির হিসাব করা হয় তাহলে আন্দোলন জোরদার হবে না। আর আমাদের মনে রাখতে হবে, অতিতের সরকার বিরোধী আন্দোলন এবং বর্তমান এই সরকারের বিরুদ্ধে আন্দোলন এক নয়।
বিএনপির এ নেতা বলেন, বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে বর্তমান সরকার তাকে ‘ খালেদা জিয়া’ জেলে নিতে চাচ্ছেন। তবে আমরা যদি পরিস্থিতি তৈরী করতে না পারি তাহলে বেগম জিয়াকে তারা ভিতরে নেবেই।
তবে সরকার আমি বলতে চাই, এবার বিএনপি একা নয়, সঙ্গে আপনাদেরকেও কারাগারে নিয়ে যাবে।
নগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে যৌথসভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।