সালমা পারভীন : বিদ্যুৎ সংকটে চরম ভোগান্তিতে খাগড়াছড়িবাসী। চাহিদা রয়েছে ১৪-১৫ মেগাওয়াটের। কিন্তু জাতীয় গ্রীড থেকে পাচ্ছে মাত্র ৬-৮ মেগাওয়াট। যার ফলে বিদ্যুৎ সমস্যায় থমকে যাচ্ছে জনজীবন। দেশের দীর্ঘতম ১’শ ৫ কিলোমিটারের পুরনো সঞ্চালন লাইনের উন্নয়ন হয়নি তিন দশকেও।
একে তো তীব্র গরম, তারওপর বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং। সব মিলে পার্বত্য জেলা খাগড়াছড়ির জনজীবন এখন চরম দুর্বিসহ। দীর্ঘদিন ধরে চলছে বিদ্যুতের ভয়াবহ এই লোডশেডিং। সাথে লো- ভোল্টেজ সমস্যা। ফলে দিনের বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকেনা। তাতে ভেঙ্গে পড়েছে পানি সরবরাহ ব্যবস্থা। একারণে বাসাবাড়ির পাশাপাশি দুর্ভোগ বেড়েছে হাসপাতালে। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়াও।
বিদ্যুৎ সংকটে অনেকদিন ধরে বিপর্যস্ত জেলার ব্যবসা-বাণিজ্য। চলছেনা ক্ষুদ্র কল কারখানার চাকা। সংকট নিরসনে ব্যবসায়ীরা আন্দোলন অব্যাহত রাখলেও মিলছেনা প্রতিকার।
বিদ্যুৎ বিভাগের দাবি, হাটহাজারি থেকে টানা দেড়শ কিলোমিটার দীর্ঘ জরাজীর্ণ সঞ্চালন লাইন দিয়েই খাগড়াছড়িতে দেয়া হচ্ছে বিদ্যুত সরবরাহ। সেইসাথে একমাত্র সাব স্টেশনটিও অতিরিক্ত চাপে বিপর্যস্ত। তাই সংকট সামাল দিতে দরকার একটি গ্রিড সাব স্টেশন। অনেকদিন ধরে ঝুলে আছে সেটিও। বর্তমানে প্রতিদিন গড়ে ১৫ মেগাওয়াট বিদ্যুতের দরকার খাগড়াছড়িতে। কিন্তু সরবরাহ মিলছে সর্বোচ্চ ৮ মেগাওয়াট।
চ্যানেল২৪ থেকে নেয়া