অরিজিৎ দাস চৌধুরি, কলকাতা থেকে: নিজের অভিনয় ক্ষমতা দিয়ে বলিউডে নিজের যায়গা তৈরি করেছেন অনিল কাপুর। তাঁর মেয়ে সোনম কাপুরও এখন বলিউডের জনপ্রীয় নায়িকাদের মধ্যে অন্যতম। তাঁর ‘নিরজা’ সিনেমাটি সকলার মন জয় করে নিয়েছে। এবার তাঁর ছেলে হর্ষবর্ধন কাপুরের সময় হয়েছে নিজের বাবা এবং দিদির নাম রাখার। তিনি পা রাখতে চলেছেন বলিউডে। এই কথাটি হয়তো আপনি আগেও শুনেছেন। কিন্তু তাঁর সিনেমা ‘মির্জিয়া’-র রিলিজ ডেটও এবার সমানে এসে গেছে।
হর্ষবর্ধনের এই গ্র্যান্ড লঞ্চিং রাকেশ কুমার মেহেতার লাভ স্টোরি ‘মির্জিয়া’ দিয়ে হচ্ছে। এই সিনেমাটি রিলিজ হবে ৭ অক্টোবর। হর্ষ অনেক সময় ধরে অ্যাক্টিংয়ের ট্রেনিং নিচ্ছে। অনিল কাপুরে থেকে অনেকবার শোনা গেছে হর্ষ সিনেমাটি ভালো বোঝে।
সিনেমাটির টিজার আগেই রিলিজ হয়েছে। হেখানে হর্ষবর্ধন একজন যোদ্ধার ভুমিকাতে নজরে আসবেন। সিনেমাটি প্রসিদ্ধ প্রেম মির্জা গালিবের প্রেম কাহিনী নিয়ে তৈরি। গানটি লিখেছেন গুলজার। মিউজিক দিয়েছেন শঙ্কর, এহেশান এবং লয়।