শাহানুজ্জামান টিটু : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৫১ জনের বিরুদ্ধে দুই মামলায় অভিযোগপত্র দাখিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে স্বেচ্ছাসেবক দলের ৭ নেতাকর্মী। তবে তাদের পরিচয় জানা যায়নি।
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত কর্মসূচি পালনকালে পল্টন থানা পুলিশ তাদেরকে আটক করে।
এ প্রসঙ্গে পল্টন থানার ডিউটি অফিসার এস আই মুহাম্মদ দুলাল জানান, মিছিল ও বিক্ষোভের মাধ্যমে পরিবেশ-পরিস্থিতি অস্থিতিশীল করার আশঙ্কা থেকে তাদের আটক করা হয়েছে। তবে তিনি আটককৃতদের নাম বলতে পারেননি। যাচাই-বাছাই শেষে তাদেরকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে পাঠিয়ে দেয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।