অরিজিৎ দাস চৌধুরি, কলকাতা থেকে: টিম ইন্ডিয়ার ধুরন্ধর ব্যাটসম্যান এবং আইপিএলে গুজরাট লায়ন্সের অধিনায়ক সুরেশ রায়না বাবা হলেন। এবার সুরেশ রায়নার প্রমোশন হয়েছে। তিনি বাবা হয়েছেন। সুরেশ রায়নার স্ত্রী প্রিয়াঙ্কা চৌধুরি এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। ১৩ মে মাঝ রাতে প্রিয়াঙ্কা একটি সুন্দর ফুটফুটে শিশু কন্যার জন্ম দেন। তিনি তাঁর সন্তানের জন্ম দেন হল্যান্ডে। সুরেশ রায়নাও উপস্থিত ছিলেন সেই সময়।
রায়নার মেয়ের নাম রাখা হয়েছে শ্রেয়াংশি। এই নামটি রেখেছেন সুরেশ এবং প্রিয়াঙ্কা দুজনে মিলে। ডেলিভারির সময় নিজের স্ত্রীর সঙ্গে থাকার সময় সুরেশ আইপিএল ছেড়ে চলে গিয়েছিলেন হল্যান্ডে। কিছুদিন আগেই তিনি তাঁর এবং প্রিয়াঙ্কার ছবি পোস্ট করে ট্যুইটারে লিখেছিলেন সন্তানের অপেক্ষাতে আছে।