মহিব্বুল আরেফিন, রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার তদন্তের খুব কাছাকাছি পৌঁছেছে পুলিশ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এই হত্যাকা-ের সাথে জড়িতদের শিগগিরই হাজির করা হবে। এ মামলা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছে।
শনিবার দুপুরে শিক্ষক রেজাউল করিম হত্যাকা- নিয়ে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
এময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) মিজানউদ্দিন, উপ-উপাচার্য সারোয়ার জাহান, পুলিশের আইজি একেএম শহিদুল্লাহ, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ফরিদ উদ্দিন প্রমুখ। সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি মো. শহিদুল্লাহ।
সভায় পুলিশের আইজি একেএম শহিদুল্লাহ বলেন, আমরা মামলার তদন্ত কাজের অনেকটা গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে পৌঁছেছি। শিগগিরই আসামিদেরও আদালতে হাজির করা হবে।
প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৭টায় রাজশাহী নগরীর শালাবাগান এলাকায় নিজ বাসা থেকে ১৫০ গজ দূরে অধ্যাপক রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করে দুর্র্বৃত্তরা। এ ঘটনায় ওইদিন নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা করেনে শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ।এ ঘটনার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অব্যাহতভাবে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন।