সিলেটের সকাল রিপোর্ট॥ সিলেটের কোম্পানীগঞ্জে রোববার সকালে বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু হয়েছে। তারা হচ্ছে-উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের খায়েরগাঁও গ্রামের তাজুল ইসলামের পুত্র ইমরান হোসেন (১৪), সুবহান খাঁর পুত্র সেলিম হোসেন (১৫) এবং একই গ্রামের নূরুল ইসলামের পুত্র নবী হোসেন খা (১৪)। তারা খুবই দরিদ্র পরিবারের সন্তান বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে ওই তিন কিশোর গ্রামের পার্শ্ববর্তী রাউটি বিলে মাছ ধরতে যায়। সকাল সাড়ে ৭টার দিকে বিকট শব্দে আকস্মিক বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যায়।
কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েস আলম জানান, নিহতদের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে তাদের লাশ বিনা ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।