সিলেটের সকাল ডেস্ক : সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের দকড়িতে বজ্রপাতে রুবেল আহমদ (১৬) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে স্থানীয় লাকুয়াপাড়া নয়াবীল নামক হাওরে মাছ শিকারে গিয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। রুবেল উমাইরগাঁও উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ও দকড়ি গ্রামের তেরা মিয়ার পুত্র।
রুবেলের পরিবার সূত্রে জানান, রোববার ভোরে ফজরের নামাজ পড়ে স্থানীয় হাওরে রুবেলসহ ৩জন মাছ ধরতে যায়। এসময় আবহাওয়া পরিস্থিতি খারাপ দেখে সে বাড়ি ফেরার পথে বজ্রপাতের কবলে পড়ে মারা যায়।
আহত রুবেলের চাচা লায়েক জানায়, সে এবং তার ভাতিজা রুবেল এবং এহিয়া নামে ৩জন মিলে স্থানীয় নয়াবিলে মাছ ধরতে যায়। আসার সময় বজ্রপাতে রুবেলের মৃত্যু হয়। বজ্রপাতের ঘটনায় লায়েক ও এহিয়া আহত হয়েছে।
এদিকে, রোববার বাদ আসর উমাইরগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে রুবেলের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে জানা যায় ।