সুজন কৈরী : রাজধানীর কলাবাগানে বাসায় ঢুকে ইউএসএইডের কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয় হত্যার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটি)। তার নাম শরীফুল ইসলাম শিহাব।
তিনি বর্তমানে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। এরআগে তিনি হরকাতুল জিহাদের সদস্য ছিলেন।
শনিবার রাতে কুষ্টিয়া থেকে শিহাবকে গ্রেফতার করা হয়েছে বলে রোববার বেলা ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান ও অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে শিহাব নিজেকে মাদ্রাসা ছাত্র বলে জানিয়েছেন। জুলহাজ ও তনয়কে হত্যার পর কিলার গ্রুপের সবাই কুষ্টিয়ায় আত্মগোপন করে। হত্যাকা-ের পরিকল্পনাও করা হয়েছিল কুষ্টিয়ায় বসেই। কুষ্টিয়ায় এক বড় ভাইয়ের নির্দেশে তারা ওই হত্যাকা- ঘটায়। সেখানেই তাদের কাছে অস্ত্র সরবরাহ করা হয়। হত্যাকা-ে অংশ নেওয়ার আগে তারা ঘটনাস্থল রেকি করে গেছে। কীভাবে কুরিয়ার সার্ভিস কর্মী সেজে হত্যাকা- ঘটাতে হবে, সে পরিকল্পনাও হয় কুষ্টিয়ায়।
মনিরুল ইসলাম জানান, শিহাব ঘটনার সবকিছুই জানেন। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে আমরা ঘটনার মোটিভ কিলারদের নাম পরিচয় বিশেষ করে কুষ্টিয়ার ওই ভাইয়ের পরিচয় জানার চেষ্টা করা হবে।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল বিকেলে কলাবাগানের তেতুলতলা গলির আছিয়া নিবাস নামক ৩৫ নম্বর বাড়ির দ্বিতীয় তলার পার্সেল দেওয়ার কথা বলে বাসায় ঢুকে জুলহাজ ও তার বন্ধু তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত জুলহাজ সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির খালাতো ভাই।