সজল সরকার : ভারত সীমান্তে সৈন্য বৃদ্ধি করেছে চীন এবং সেখানকার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তার পদবিও বেড়ে যাচ্ছে। চীনের স্থানীয় দৈনিক জানায় ‘তিব্বত মিলিটারি কমান্ড (টিএমসি)’-এর পাওয়ার র্যাঙ্ক বৃদ্ধি করেছে চীন। মার্কিন-ভারত সম্পর্ক উন্নয়নের ফলে চীন এমন সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিব্বতের সেনাবাহিনীর পদবি পাশ্ববর্তী প্রদেশ থেকে এক ধাপ ওপরে পদোন্নতি দেওয়া হয়েছে। তিব্বত মিলিটারি কমান্ড (টিএমসি) পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)’র আওতায় আসবে বলেও জানানো হয়। হঠাৎ করে কেন্দ্রীয় সেনা কমিশন (সিএমসি)-এর আওতাধীন প্রাদেশিক সেনাবাহিনীর পদবি বৃদ্ধি সবাইকে অবাক করে দিয়েছে। কেন্দ্রীয় সেনা কমিশন বা সেন্ট্রাল মিলিটারি কমিশন (সিএমসি) সরাসরি প্রেসিডেন্ট জি জিংপিং-এর নিয়ন্ত্রণে থাকে।
তিব্বত মিলিটারি কমান্ড (টিএমসি) চীনের গ্রাউন্ড ফোর্সের আওতায় রয়েছে যাদেরকে ভবিষ্যতে অভিযানে পাঠানো হবে চীনের সংবাদ মাধ্যম প্রকাশ করেছে, তবে এসব সেনাবাহিনী কী ধরণের অভিযানে নামবে তা পরিষ্কার করে কিছু বলা হয়নি।
গত বছর পর্যন্ত চীনে বেইজিং, নানজিং, চেংডু, জিনান, শেনইয়াং, লানঝাও এবং গুয়াংঝাও প্রদেশ মিলে ৭টি সেনা অঞ্চল গঠিত ছিল। চেংডু ভারতের পূর্বাঞ্চলের তিব্বত সংলগ্ন অরুনাচল প্রদেশের সীমান্ত অঞ্চল দেখভাল করে এবং জিনজিয়াংয়ের লানঝাও সেনাবাহিনী ভারতের পশ্চিমাঞ্চলের কাশ্মীর ও পাকিস্তান সংলগ্ন সীমান্ত দেখভাল করে।
চীনা কতৃপক্ষের নতুন নীতিতে চেংডু ও লানঝাও অঞ্চলে পদন্নোতি পাওয়া সেনা কর্মকর্তারা থাকবেন। তিব্বত মিলিটারি কমান্ডে লেঃ জেনারেলের পরিবর্তে এখন চার-তারকার জেনারেল দায়িত্ব পাবেন এবং লানঝাওয়ে ইতোমধ্যে জেনারেলের নেতৃত্বেই সেনা দল কার্যক্রম পরিচালনা করছে।
সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া