মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে একটি বাড়ি থেকে শতাধিক ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় বাড়ির মালিক মো. মামুনকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে অভিযান চালিয়ে পুলিশ তা উদ্ধার করে।
রাত ২টার দিকে আমঘাটা গ্রামে মামুনের বাড়িতে একে একে পানিভর্তি তিন বালতিতে থাকা শতাধিক ককটেল উদ্ধার করা হয়। রাত সাড়ে ৩টায় অভিযান শেষ হয়েছে।