কিরণ সেখ: দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবাষির্কী উপলক্ষে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
রুহুল কবির রিজভী জানান, জিয়াউর রহমানের ৩৫ তম মৃত্যুবাষির্কী উপলক্ষে ৩০মে শেরে বাংলা নগরে তাঁর সমাধিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এ ছাড়া ওলামা দলের উদ্যোগে সূরা ফাতিহা পাঠ ও ড্যাবের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হবে। এ ছাড়া ৩১ মে বিএনপির উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন জিয়াউর রহমানের স্মরণে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। এদের মধ্যে ২৪ মে যুবদল, ২৬ মে মহিলা দল, ২৭ মে স্বেচ্ছাসেবকদল, ২৮ মে মুক্তিযোদ্ধা দল, ২রা জুন শ্রমিক দল আলোচনা সভার আয়োজন করবে। এছাড়াও ছাত্রদল জিয়াউর রহমানের জীবনের উপর একটি আলোকচিত্র প্রদর্শন অনুষ্ঠান করবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জানান, জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সারা দেশের বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করবে বিএনপি। একই সঙ্গে গণমাধ্যমে ক্রোড়পত্র প্রকাশ করবে দলটি।
যৌথ সভায় উপস্থিত ছিলেন বিএনপির বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, বিলকিস জাহান শিরিন, সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন, এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।