সজল সরকার : আইফোনের স্রষ্টা মার্কিন প্রযুক্তি মোগল অ্যাপল চীনা কোম্পানি ডিডি চুজিংয়ে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। ট্যাক্সি-বুকিং অ্যাপস নিয়ে কাজ করা এ কোম্পানিতে অ্যাপল যে বিনিয়োগ করেছে তা আরেক মার্কিন বিনিয়োগ উবার-এর চেয়েও বেশি।
অ্যাপল-এর প্রধান নির্বাহী টিম কুক বলেন, ‘এ বিনিয়োগ আমাদের চীনা বাজার সম্পর্কে ধারণা পেতে সহায়তা করবে’। ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ পেয়েছে বলে জানায় প্রযুক্তি কোম্পানি ডিডি চুজিং যা পূর্বে ডিডি কুয়াইদি নামে পরিচিত ছিল। কোম্পানির পক্ষ থেকে বলা হয় ট্যাক্সি-ভাড়ার অ্যাপস দিয়ে দিনে তারা প্রায় এক কোটির বেশি যাত্রী সেবা দিয়ে থাকে এবং চীনা বাজারের ৮৭ শতাংশ শেয়ার তাদের দখলে। কোম্পানিটি চীনের বৃহৎ ইন্টারনেট সংস্থা টেনসেন্ট ও আলিবাবা’র সহযোগিতা নিয়ে চলে।
তবে মার্কিন বিনিয়োগে চলা আরেক চীনা প্রতিষ্ঠান উবার গত ফেব্রুয়ারি মাসে জানায় তারা এক বছরে এক বিলিয়ন ডলার লোকসান করেছে। ট্যাক্সি ভাড়ার ক্ষেত্রে ডিডি চুজিং অ্যাপ চীনাদের মধ্যে বিপ্লব এনেছে বলে ধরে নেওয়া হয় কারণ এ অ্যাপ আসার আগে চীনারা রাস্তায় দাড়িয়ে ট্যাক্সি ভাড়া করত এবং কোন ড্রাইভারের নাম্বার থাকলে তাকে ফোন করে ডেকে নিত। কিন্তু ডিডি চুজিং অ্যাপ দিয়ে এখন যে কেউ যে কোন অঞ্চলের ট্যাক্সির সংখ্যা ও যোগযোগ নাম্বার এবং বুকিং করতে পারেন।
ডিডি চুজিং নিজস্ব ট্যাক্সি সার্ভিসও শুরু করেছে এবং অ্যাপল থেকে বড় বিনিয়োগ পাওয়ার পরে তারা নিজস্ব ট্যাক্সি সার্ভিস আরও বাড়াবে বলে ঘোষণা দিয়েছে।
সূত্রঃ বিবিসি