হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জে আসন্ন পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে তিন উপজেলায় আওয়ামী লীগের ৩২ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপির নির্দেশে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আলমগীর খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিদ্রোহী প্রার্থীদেরকে কোনও প্রকার সহযোগিতা না করার আহ্বান জানানো হলো। আদেশ অমান্য করে বিদ্রোহী প্রার্থীদেরকে যেসব নেতারা সহযোগিতা করবে বা তার পক্ষে কাজ করবে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বহিষ্কৃতি চেয়ারম্যান প্রার্থীরা হলেন:
মাধবপুর উপজেলা: ৩নং বহরা ইউনিয়নের আরিফুর রহমান, ৪নং আদাঐর ইউনিয়নে জহিরুল ইসলাম, ৫নং আন্দিউড়া ইউনিয়নে মিজানুর রহমান, ৬নং শাহজাহানপুর ইউনিয়নে বাবুল হোসেন খান, তৌফিকুর রহমান চৌধুরী ও মিজানুর রহমান, ১০নং ছাতিয়াইন ইউনিয়নে আব্দুস শহিদ এবং ১১নং বাঘাসুরা ইউনিয়নে শাহাব উদ্দিন।
নবীগঞ্জ উপজেলা: ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের সায়েদ উদ্দিন (জায়েদুল), ৬নং কুর্শি ইউনিয়নের আব্দুল মুকিত ও আব্দুল বাছিত চৌধুরী, ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নের মিরাজ আলী, ১১নং গজনাইপুর ইউনিয়নে আবুল খয়ের গোলাপ ও শফিকুল ইসলাম সেলিম, ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নে মো. নজরুল ইসলাম।
লাখাই উপজেলা: ২নং মুড়াকরি ইউনিয়নে আবুল কাশেম মোল্লা ফয়সল, সালাউদ্দিন সুমন ও মো. সোবহান মিয়া, ৩নং মুড়িয়াউক ইউনিয়নের মাসুক মিয়া তালুকদার, ৪নং বামৈ ইউনিয়নের সর্দার ওমর ফারুক, ফারুক আহমেদ, হারুনুর রশিদ নাঈম, কাউছার আহমেদ, জীবন মিয়া ও এনামূল হক মামুন, ৫নং করাব ইউনিয়নে জুয়েল রানা ও মো. ছফিল মিয়া, ৬নং বুল্লা ইউনিয়নে অ্যাডভোকেট মোশারফ হোসেন শিপন, মো. গিয়াস উদ্দিন ও অমূল্য রায়।