সুজন কৈরী : রাজধানীর যাত্রাবাড়ির ধোলাইপাড়ে বিথি আক্তার (১৮) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী জুয়েলকে আটক করেছে পুলিশ।
রোববার ভোরের দিকে এ ঘটনা ঘটে।
মৃত বিথির ভাই আল-আমিন জানান, পারিবারিকভাবে বিথির সঙ্গে ৪ মাস আগে জুয়েলের বিয়ে হয়। সম্প্রতি বিথি আড়াই মাসের অন্তঃসত্ত্বা ছিল। শনিরআখড়ায় তাদের দেড় কাঠা জমি আছে। ওই জমি জুয়েলসহ তার পরিবারের সদস্যরা বিথির নামে লিখিয়ে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করতো। এ কারণেই জুয়েল ও তার পরিবারের লোকেরা বিথিকে মেরে ফেলেছে। এ সময় তিনি এ হত্যার বিচার দাবি করেন।
এদিকে বিথির স্বামী জুয়েল জানান, গতকাল ভোররাতে বিথি পেটে ব্যথা অনুভব করছিল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে সকাল ৬টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ি থানার এসআই গোলাম মোস্তফা জানান, বিথির মুখের বাম পাশে একটি ফোলা চিহ্ন রয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতেই জুয়েলকে আটক করা হয়েছে। বিথির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
জানা গেছে, বিথির বাবার নাম আব্দুল বাতেন। গ্রামের বাড়ি রাজবাড়ি সদরের ব্রাহ্মণদিয়ায়। যাত্রাবাড়ির ধোলাইপাড়ে ৬৬১ নম্বর বাসায় স্বামীর সঙ্গে থাকতেন।