সুব্রত সুমন ,নেত্রকোনা : নেত্রকোনা-মদনা সড়কে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহবুব আলম (৪৮) নামে এক ডিবি পুলিশ সদস্য নিহত ও খোরশেদ আলম নামে আরেক ডিবি পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন ।
নিহত পুলিশ সদস্যের বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায়। এঘটনায় আহত পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায় , রোববার বিকালে দুইটি মোটরসাইকেলযোগে ডিবি পুলিশের একদল সদস্য মদন যাওয়ার পথে আটপাড়া উপজেলার কৃষ্টপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ডিবি পুলিশ সদস্য মাহবুব ঘটনাস্থলেই নিহত ও মোটরসাইকেলে থাকা অপর ডিবি পুলিশ সদস্য খোরশেদ গুরুতর আহত হন। এঘটনায় পুলিশ ঘাতক পিকআপ ভ্যানটি আটক করলেও চালক কৌশলে পালিয়ে যায়।
নেত্রকোনা ডিবি পুলিশের ওসি কাওসার আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।