ইসহাক আসিফ: ষড়যন্ত্রের উদ্দেশ্যে ইসরায়েলির সঙ্গে এক বিএনপি নেতা বৈঠক করেছেন অভিযোগ করে এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল-আলম হানিফ।
রোববার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকের পর তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তারপরও ওই দেশের গোয়েন্দা সংস্থার প্রধানের সাথে গোপন বৈঠক ষড়যন্ত্রের অংশ। অবশ্যই কোনো না কোনো ষড়যন্ত্রের উদ্দেশ্যে এই বৈঠক হয়েছে। বিএনপির এই নেতাসহ এর সাথে যারা জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে গ্রেপ্তারের দাবি জানাই।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচির প্রস্তুতি নিয়ে ওই বৈঠক হয়। এই দিবস ঘিরে সাত দিনের কর্মসূচি নেওয়া হয়েছে বলে হানিফ জানিয়েছেন।
দিনটিকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। এবার এই দিবস উপলক্ষে ১৭ মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের ওই বৈঠকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।