ডেস্ক রিপোর্ট : একটা সময় মনে হচ্ছিল ম্যাচ বুঝি ভেসে যাবে বৃষ্টিতে। দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যন্ত থেমেছে বৃষ্টি। তবে ২২ গজে উঠেছে ‘ইউসুফ পাঠান ঝড়।’ যে ঝড়ে উড়ে গেছে পুনে সুপার জায়ান্টস, জিতেছে কলকাতা নাইট রাইডার্স।
বল হাতে ৩ ওভারে ২১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। প্রয়োজন পড়েনি ব্যাটিংয়ে নামার। ইডেন গার্ডেনসে কলকাতা জিতেছে ৮ উইকেটে।
বৃষ্টির আগেই জয়ের পথ তৈরি করে রেখেছিল কলকাতা। পুনের সেরা ব্যাটসম্যান অজিঙ্কা রাহানেকে ২ রানে ফেরান আন্দ্রে রাসেল। বল হাতে নিয়ে প্রথম ওভারেই সাকিব ফেরান উসমান খাওয়াজাকে।
কলকাতার বোলারদের দান্তণ বোলিংয়ে নিয়মিত উইকেট হারিয়ে গতি পায়নি পুনের ইনিংস। ১৭.৪ ওভারে রান যখন ৬ উইকেটে ১০৩, বৃষ্টি এসে থামায় খেলা। ২৭ বলে ৩৩ করেন জর্জ বেইলি। উইকেটে অস্বস্তিময় উপস্থিতিতে ২২ বলে অপরাজিত ৮ রান করেন মহেন্দ্র সিং ধোনি!
খেলা শুরু হয় আড়াই ঘণ্টা পর। ৯ ওভারের কলকাতার লক্ষ্য ৬৬। রবিচন্দ্রন অশ্বিন প্রথম ওভারেই রবিন উথাপ্পা ও গৌতম গম্ভীরকে ফিরিয়ে আভাস দিয়েছিলেন নাটকীয়তার। কিন্তু পাঠানের ব্যাটে মুহূর্তেই মিলিয়ে যায় কলকাতার সংশয়।
অশ্বিনের পরের ওভারেই দুটি করে চার ও ছক্কায় ২২ রান নেন পাঠান। অপরাজিত থাকেন ১৭ বলে ৩৭ রান করে। আরেক প্রান্তে মনিশ পান্ডে অপরাজিত ১০ বলে ১৫ রানে। কলকাতা জিতে যায় ৫ ওভারেই। বিডিনিউজ