ফরিদ আহমেদ ,সাতক্ষীরা : সাতক্ষীরা সদর সাব রেজিস্টার লুৎফর রহমান মোল্লাকে গ্রেপ্তার করেছে দুদক। একই সময়ে গ্রেফতার করা হয়েছে মুনসুর রহমান নামের একজন দলিল লেখককে ।
রোববার দুপুরে তাদেরকে সাতক্ষীরা সাব রেজিস্ট্রি অফিস থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে একটি দলিল সম্পাদনে জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে এমন অভিযোগে সাতক্ষীরা সদর থানায় দেড়মাস আগে একটি মামলা হয় । এই মামলায় আসামি ছিলেন সাব রেজিস্টার লুৎফর রহমান ও দলিল লেখক মনসুর।
পুলিশ আরও জানায়, মামলাটি তদন্তের জন্য দুদকে পাঠানো হয়। এতে জালিয়াতির প্রমাণ থাকায় রোববার দুদক কর্মকর্তারা পুলিশের সহায়তায় তাদেরকে গ্রেপ্তার করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ জানান তাদেরকে সোমবার আদালতে হাজির করা হবে।